শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কমলনগরে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে বলাৎকারের অভিযোগে আলী আকবর নামে এক কওমী মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাটারিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আবুল কালামের বাড়ির মো. বাবুলের ছেলে এবং পাটারিরহাট মারকাজ কাওমী মাদরাসার শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, কাওমী মাদরাসা শিক্ষক আলী আকবর দীর্ঘ দিন ধরে সাত বছরের এক শিক্ষার্থীকে চিপস ও চকোলেট দিয়ে নিয়মিত বলাৎকার করে আসছে। গত মঙ্গলবার সকালে আবার শিশুটিকে ফুসলিয়ে বলাৎকার করে। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে বলে। শিশুর বাবা-মা মসজিদ কমিটিকে জানালে কমিটির জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক স্বীকার করে। পরে ভিকটিমদের বড় ভাই বাদী হয়ে মামলা করলে পুলিশ তাৎক্ষণিক আলী আকবর গ্রেফতার করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, বলাৎকারের মামলায় কাওমী মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন