ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মোঃ নুরুজ্জামান দিলীপ শেখ (৪১) নিহত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যায়। সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত আফাজ উদ্দিন শেখের ছেলে। আজ মঙ্গলবার সকালে ভালুক-কিশোরগঞ্জ এশিয়ান হাইওয়ে সড়কের সালটিয়াই ইউনিয়নের শিলাসী গ্রামের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মোঃ নুরুজ্জামান দিলীপ শেখ (৪১) গফরগাঁও-কিশোরগঞ্জ সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে শিলাসীর মোড়ে একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পরেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পরিস্থিতির অবনতি হলে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন