দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেনের মধ্যদিয়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার মেট্রোরেলের (এমআরটি-৬) উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে যাত্রী পরিবহন শুরু হবে।
এদিকে অনেক আকাক্সক্ষার মেট্রোরেল যাত্রী পরিবহনে বেশ কয়েকটি বিধিনিষেধ ও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
যা করা যাবে না : মেট্রোরেলে কোনো ধরনের পোষা প্রাণী বহন করা যাবে না। বিপজ্জনক বস্তু বহন করা যাবে না। মেট্রোর প্ল্যাটফর্মে পানের পিক বা থু থু ফেলা যাবে না। প্ল্যাটফর্ম ও মেট্রো ট্রেনে খাওয়া দাওয়াও নিষেধ। প্ল্যাটফর্মের কোথাও কোনো ময়লা ফেলা যাবে না।
মেট্রোরেলে ওঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না। মোবাইল ফোনের স্পিকার অন করে রাখা যাবে না এছাড়া নিচু স্বরে কথা বলতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন