দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি কমে গেছে।প্রতিদিন যেখানে ৩৫/৪৫ ট্রাকে পেঁয়াজ আমদানি হতো সেখানে আমদানি হচ্ছে ২ থেকে ৪ ট্রাক। ক্রেতা সংকটের কারনে আরও ঝিমিয়ে পড়েছে বন্দরের পাইকারি বাজারের বেচা-কেনা। এদিকে আমদানিকৃত পেঁয়াজ গুদামে রাখলেই বের হচ্ছে গাছ।
এদিকে ভারত থেকে পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় ৫ দিনের ব্যাবধানে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে, এখন সেই পেঁয়াজই দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৮ থেকে ২৯ টাকা কেজি দরে। তবে আমদানি বেড়ে গেলে আবার পেঁয়াজের দাম কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। আর স্থানীয় বাজার গুলোতে গাছ গজানো ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে। এদিকে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮/২৯ কেজি দরে।
ব্যাবসায়িরা জানান,ভারত থেকে যেসব পেঁয়াজ আমদানি হচ্ছে এগুলো গতবছরের পুরাতন পেঁয়াজ। শীতের সময় এসব পেঁয়াজ থেকে গাছ বের হচ্ছে। একদিকে দেশি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি, অন্যদিকে ভারতীয় পেঁয়াজের এ অবস্থা যার কারনে ক্রেতা কমেছে।
হিলি স্থলবন্দরের তথ্যেমতে চলতি সপ্তাহের ৩ কর্মদিবসে ৯ ভারতীয় ট্রাকে মাত্র ২শ ৪৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন