ঢাকার গণসমাবেশ ও খুলনার গণমিছিলকে কেন্দ্র করে গ্রেপ্তার ৪২ নেতাকর্মীর পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পৌঁছে দিচ্ছে বিএনপি। গত কয়েকদিন ধরে প্রতিটি পরিবারকে সদস্য অনুপাতে চাল, ডাল, আটা, তেল, লবণসহ প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হয়। এছাড়া কারাবন্দি নেতাদের ব্যক্তিগত ব্যয়ের জন্য কারাগারের পিসিওতে নগদ টাকাও জমা দেওয়া হয়েছে।
আজ বুধবার খুলনা মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে গত দুই সপ্তাহ ধরে এই কার্যক্রম চলছে। শেষদিন আজ বুধবার বাকি নেতাদের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পৌঁছে দেওয়া হয়েছে। কারাবন্দি নেতাদের সব ধরনের আইনী সহায়তার ব্যয় দলের পক্ষ থেকে নির্বাহ করা হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন