চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা এ কে এম শামশুল আলম আজাদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত কাউন্সিলর সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বুধবার ভোর রাতে পুলিশের এক পৃথক অভিযানে কাউন্সিলর শামশুল আলম আজাদকে পৌরসভা এলাকার সোবাহানবাগ তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। একই দিন উপজেলার জোড়ামতল এলাকা থেকে আটক করা হয় সোনাইছড়ি ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুবদল সভাপতি আবদুল গণি ওরফে সিজার এবং মধ্যম সোনাইছড়ি ফুলতলা এলাকা থেকে আটক করা হয় পরোয়ানা ভুক্ত আসামি মোঃ আব্দুল আজিজকে।
এবিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় জড়িত শামশুল আলম আজাদ। আর অপর আটককৃত আবদুল গণি টেরিয়াইল এলাকায় নাশকতা মামলার এজাহারভুক্ত আসামী ও আব্দুল আজিজ পরোয়ানা ভুক্ত আসামি। তাদের সকলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন