শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি অগ্নিসন্ত্রাস করবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ২:৪১ পিএম | আপডেট : ৩:১৭ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২২

আগামীকাল ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হয়। দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে।

বিএনপিকে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। তাঁদের কোনো শর্ত দেওয়া হয়নি। তবে কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে বলা হয়েছে। গণমিছিলের রাস্তাও তাঁদের সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল শুক্রবার ঢাকায় বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে ১০ ডিসেম্বরের মতোই সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। ঢাকাসহ সারা দেশেই এই সতর্ক পাহারা বসানো হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই কথা বলেন। তিনি বলেন, অগ্নিসন্ত্রাস করবে, ভাঙচুর করবে, সেখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকব, ললিপপ খাব?

ঢাকার মেট্রোরেল আর অন্যান্য দেশের মেট্রোরেল এক নয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে ভাড়া বেশি না। সময়ও অনেক বাঁচবে। মতিঝিল থেকে ৩৮ মিনিটে উত্তরা যেতে পারবে। ঢাকার যে অবস্থা সেখানে মাত্র ৩৮ মিনিটে এতটা পথ চলে যাবে।’

আগামী বছর এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করার আশা পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Saddam R Farhan ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:৪২ পিএম says : 0
আপনাদের উচিত জনগণের দাবি মেনে নেওয়া
Total Reply(0)
Nasib Munna ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:৪২ পিএম says : 0
প্রাণ ললিপপ। স্বাদটাই এমন বদলে যাবে যখন তখন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন