বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিজ্ঞান মেলাটা বইয়ের বাইরে একটি বিনোদনমূলক প্রচেষ্টা - পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মতলবে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়ার্ড উদ্বোধন

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:২১ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়গুলো তারা মাথায় ধারণ করেছে, কিভাবে জৈব সার তৈরি করতে হয়, কিভাবে পানি থেকে হাইড্রোজেন গ্যাস আলাদা করে সেটা ব্যাবহার করা যায়, সৌর বিদ্যুএর ব্যবহার এই বিভিন্ন বিষয়গুলো হাতে কলমে পড়ার চেষ্টা করে তারা বাস্তবে তৈরি করেছে, এই মেলাটি একটি সময়োপযোগী মেলা। হাতে কলমে শিক্ষার ব্যাবহারিক ভাবে কিভাবে ব্যাবহার করা যায় তা এই মেলার মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। বিজ্ঞান মেলাটা বইয়ের বাইরে একটি বিনোদনমূলক প্রচেষ্টা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড-২০২২ এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলে এখনকার শিশু-কিশোর শিক্ষার্থী যোগ্য হয়ে গড়ে উঠবে এবং দক্ষভাবে দেশের নেতৃত্ব দেবে। সে লক্ষ্যে আমরা কাজ করতে পারলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে; নইলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব না।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, শিক্ষার্থী মেহেরীন বিনতে মেহেরীন, শিক্ষার্থী রিয়াদ বেপারী।

অনুষ্ঠান শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৪৫ বিদ্যালয় অংশ গ্রহণ করেন, অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী প্রত্যেক স্কুল ও কলেজকে শুভেচ্ছা ক্রেস্ট বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন