প্রশ্ন : আমি একজন ফল ব্যাবসায়ী। বয়স ৪৩। আমার দুই পায়ে দীর্ঘদিন যাবৎ চামড়া ভারী হয়ে গিয়েছে। এতে অসহ্য রকমের চুলকানি হয়। কয়েক রকমের মলম লাগিয়েছি। কাজ তেমন কিছু হচ্ছে না। তাই আপনার শরণাপন্ন হলাম।
Ñমোঃ নিজাম শেখ। ভাটারা। ঢাকা।
উ : আপনার পায়ের রোগটি সম্ভবত ‘লাইক্যান প্ল্যানাস’। এটি একটি কঠিন ত্বক সমস্যা। একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের মাধ্যমে আপনার রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
প্রশ্ন : আমি অবিবাহিতা একজন ছাত্রী। বয়স ১৯। আমার দুই চোখের নিচে অনেক ছোট ছোট বিচি হচ্ছে। এতে আমার মুখশ্রী বদলে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটা নির্মূলের কোনো স্থায়ী চিকিৎসা আছে কি?
-ফাহমিদা নুর। বিরল। দিনাজপুর।
উ : আপনার রোগটির নাম ‘সিরিনগোমা’। এটি একটি জটিল চর্মরোগ। তবে রেডিও সার্জারির মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই মাত্র ১ (এক) সেশন চিকিৎসায় আপনার রোগটি নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমি একটি বেসরকারী ব্যাংকে কর্মরত, বয়স ৩১। বাবা-মা বিয়ে করতে বলছেন। কিন্তু এটি এখন সম্ভব নয়। কারণ আমার মোটেই সেক্স নেই। তা-ছাড়া আমার লিঙ্গটি আকারে বেশ ছোট। তাই আপনার সুপরামর্শ চাই। কীভাবে দ্রুত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব?
Ñফয়সাল। ঝিকাতলা। ঢাকা।
উ : আপনার সমস্যাটির জন্য দেরি না করে একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন : আমি একজন গৃহিনী। বয়স ৫০। আমার দুই পায়ের নখগুলো বিবর্ণ হয়ে গেছে। এগুলো কি আমার কোন খারাপ রোগের লক্ষণ? আমি আমার নখগুলো পূর্বাবস্থায় ফিরে পেতে চাই।
Ñমিসেস মুনা আক্তার। পোস্তাগোলা। ঢাকা।
উ : আপনার দেহে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। যে কারণে নখগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে। আপনি দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৫৬৯২৮৯৬।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন