দীর্ঘ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আবারও কয়লা আমদানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ভারতের ঝাড়খন্ড রাজ্য থেকে ভারতীয় ৫ ট্রাকে ১২৭ টন কয়লা আমদানি করা হয় এ বন্দর দিয়ে। প্রতি মেট্রিক টন কয়লা ৯৫ ইউ এস ডলারে আমদানি করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাষ্টমস ক্লিয়ারিং এণ্ড ফরোয়াডিং (সি এন্ড এফ) এজেন্ট মেসার্স টপ-লাইন এন্টার প্রাইজ এর প্রতিনিধি সোবহান আলী জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মেসার্স গুপ্তা এন্টারপ্রাইজ কয়লা গুলো আমদানি করেছেন।
হিলি স্থলবন্দরের কাষ্টমস রাজস্ব কর্মকর্তা আর,ও, সুকান্ত দাস ইনকিলাবকে জানান, প্রায় এক বছর আগে হিলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি হয়েছিলো। গতকাল বৃহস্পতিবার ভারতীয় ৫ ট্রাকে ১২৭ টন কয়লা আমদানি হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন