শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নয়াপল্টনে রাস্তায় জুমার নামাজে বিএনপি নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১:১১ পিএম

বিএনপির দলীয় কার্যালয়ে আশেপাশে জড়ো হওয়া নেতাকর্মীরা নয়া পল্টনের রাস্তায় জুমার নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। নয়াপল্টন জামে মসজিদের সঙ্গে মিল রেখে কাতার করেন তারা। নামাজের পরে রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করবে বিএনপি

শুক্রবার দুপুর ১ টায় জুমা নামাজের আগে এই চিত্র দেখা গেছে। এসময় দফায় দফায় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নয়াপল্টনের সড়কে যানচলাচল বিঘ্ন হয়।

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিল আজ। জুমার নামাজের পরে রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করবে বিএনপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন