শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাটহাজারী অজিত তালুকদার হত্যা মামালার পালাতক আসামী কামরুল অস্ত্রসহ আটক

হাটহাজারী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ৫:৪৭ পিএম

হাটহাজারী উপজেলা সংবাদদাতা : হাটহাজারী মডেল থানা পুলিশ একাধিক হত্যা মামালা ও শীর্ষ সন্ত্রাসী চৌধুরীহাট বাজারের ব্যবসায়ী বহুল আলোচিত অজিত তালুকদার হত্যা মামালার পালাতক আসামী মো: মনিরুল ইসলাম প্রকাশ কিলার কামরুল কে একটি এলজি ও ২ রাউন্ড কাতুর্জসহ আটক করে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের খন্দকিয়া জোড়পুকুর পাড় এলাকার জনৈক মোঃ জাকির হোসেনের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়েছে। সে ১নং দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ডের জিয়ন মুহুরী বাড়ীর মমতাজুল ইসলামের পুত্র।তার বিরুদ্ধে ২টি হত্যা মামলা ,২টি অস্ত্র মামালা, একটি মারামারি মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে ।
হাটহাজরী মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম (অপারেশন) জানান, গোপন সংবাদের বৃত্তিতে গতকাল ২২ ডিসেম্বর ভোর রাতে এসআই নজরুল ইসলাম গাজীসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে হত্যা মামলার পালাতক আসামী কিলার কামরুল কে অস্ত্র ও কার্তুজসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে মামলা নং ১৫(৪)৯৪ ও ০১(৭) ০৩, ২টি মামলা ও ৪২(৩)০৩ ও ১৪(৬) ০৩ ২টি হত্যা মামলা ও ৩১(১১)২০১৫ একটি মারামারি মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাকি দিয়ে অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল। তাকে দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন