কক্সবাজারের উখিয়ায় মাটি ভর্তি একটি ডাম্পার আটক করেছে দোছড়ি বিট কর্মকর্তার নেতৃত্ব উখিয়া রেঞ্জের অধীন বনবিভাগ।
শনিবার ( ৩১-ডিসেম্বর) সকালে, উখিয়া উপজেলার ৪ নং রাজাপালং ইউনিয়নের হরিনমারা এলাকা থেকে অভিযান চালিয়ে মাটি ভর্তি ডাম্পারটি আটক করা হয় বলে নিশ্চিত করেন দোছড়ি বিট কর্মকর্তা মো. রাকিব হোসেন।
অভিযানে আরও নেতৃত্ব দেন উখিয়া সদর বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানসহ বনকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতরবিল এলাকার জনৈক সালাউদ্দিন নামের এক পাহাড় খেকো বন বিভাগকে ফাঁকি দিয়ে পাহাড়, বন উজাড় করে মাটি পাচার করে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালাউদ্দিনের আস্তানা থেকে মাটি ভর্তি ডাম্পারটি আটক করা হয় বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট অধিদপ্তর।
দোছড়ি বিট কর্মকর্তা মো. রাকিব হোসেন জানান, আটককৃত ডাম্পারসহ পাহাড় খেকোর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজূ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন