গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুরের বেলকা বিল থেকে শনিবার বিকালে অর্ধ গলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লতিফপুর এলাকার বেলকা বিল থেকে শনিবার বিকেলে একটি অর্ধ গলিত লাশ বিলের পাশে দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অর্ধ গলিত লাশ উদ্ধার করেন। এসময় নিহতের পরনে কালো রং এর একটি শার্ট ছিল। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, নিহত ওই ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন