শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেছারাবাদে ২টি বেকারী ও ১টি হোটেলকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ২:৩৩ পিএম

নেছারাবাদে ২টি বেকারী ও একটি হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা সংরক্ষণ আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তদপ্তরের সহকারি পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন। নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে যথাযথ প্রক্রিয়ায় মোড়কীকরণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রাকিব বেকারীকে ৫ হাজার টাকা, দেশ বেকারীকে ৫ হাজার টাকা ও মেঝ মিয়ার হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সেনিটারী ইন্সেপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। সহকারি পরিচালক দেবাশিষ রায় জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন