শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’’- সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. রমা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৪:৩০ পিএম

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেছেন, ‘‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বই বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, ‘শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। শিক্ষাকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জানুয়ারির ১ তারিখেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া একটি দৃষ্টান্ত স্থাপন। আজ পহেলা জানুয়ারী রোববার সকাল সাড়ে ১০টায় দি এইডেড হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তক উৎসব দিবসে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বোর্ড চেয়ারম্যান ড. রমা। এসময় উপস্থিত ছিলেন দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক স্বপন চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি এইডেড হাই স্কুলের সভাপতি মো: আব্দুল মান্নান, সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মঈনুল হোসেন সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা । বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন