দিনাজপুরের হাকিমপুর উপজেলায় করোনা ভাইরাস (কোভিট ১৯) এর সংক্রমন ও প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা নিবার্হী অফিসার এর কার্যালয়ে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর এ আলম এর সভাপতিত্বে করোনা ভাইরাস (কোভিট ১৯) এর সংক্রমন ও প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,ইমিগ্রেশন ওসি বদিউজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতশত পাসপোর্ট যাত্রী পারাপার হয়ে থাকে এবং ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আমদানিকৃত পন্য নিয়ে ট্রাক চালক ও হেলপার আসা যাওয়া করে থাকেন। করোনার এই পরিস্থিতিতে সকলকে মাস্ক ব্যবহার ও নিরাপদ দুরত্ব বজায় রেখে সকল কার্যক্রম করার জন্য বলা হয়। এ ছাড়াও ইমিগ্রেশনে পাসপোট যাত্রীদের স্বাস্থ্য ভালো ভাবে পরিক্ষা করার জন্য হাকিমপুর হাসপাতাল মেডিক্যাল টিমকে বলা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন