রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নদী ভাঙন রোধে খনন জরুরি

প্রতিবছর বাংলাদেশের নদীর পাড়ে বসবাসকারী মানুষের বসতবাড়ি নদী ভাঙনের কবলে পড়ে। শুধু বসতবাড়ি না, রাস্তাঘাট, ক্ষেতখামার স্কুল-কলেজ নদী ভাঙনের শিকার হয়। আর এসবের জন্য দায়ী হলো সময়মতো নদী ড্রেজিং না করা। নদীর পানি ধীরে ধীরে কমতে কমতে যখন নদীর মাঝখানে চর জাগে তখন যদি ড্রেজিং করা হয় তাহলে হয়তো নদী ভাঙনের শিকার হতে হয় না। কিন্তু আমাদের দেশে সেইরকম সরকারিভাবে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। নদীর পানি কমে গেলেও মাঝখান থেকে ড্রেজিং না করে বরং নদীর পাড়ের কাছাকাছি থেকে ড্রেজিং কর হয়, যা কিনা নদী ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। ঠিকমতো নদী খনন না করার কারণে বর্ষার সময় বাঁধ ভেঙে নদীর পানি নিচু এলাকা প্লাবিত করে এবং অসহায় মানুষদের ঘরবাড়ি, রাস্তাঘাট ফসলি জমি ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তাই বর্ষার পূর্বেই নদী খনন করে নদীর স্রোতের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা একান্ত জরুরি। এতে করে নদীর পাড়ে বসবাসরত অসহায় মানুষদের জীবনযাপনে আর কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হবে না।

প্রসেনজিৎ চন্দ্র শীল
শিক্ষার্থী, ঢাকা কলেজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন