কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামে সোমবার সকাল ১১ টার সময় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিনা খাতুন(২০) নামে এক গৃহবধূ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর সাথে ঝগড়া এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিমান করে নিজ ঘরে ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
মৃত মোছাঃ মিনারা খাতুন (২০) খোকসা উপজেলার মালিগ্রাম মোঃ শামীম হোসেনের স্ত্রী।
মৃত মিনার পিতা আব্দুল মজিদের দাবি মিনার স্বামী শ্বশুর-শাশুড়ি ও পরিবারের সদস্যরা মেয়েকে হত্যা করে গলায় রশী দিয়ে ঝুলিয়ে রাখে।
স্থানীয় এলাকাবাসী ও পাড়া-প্রতিবেশীরা গৃহবধু মিনার ঝুলন্ত দেহ উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার টফি কুন্ডু পরীক্ষা-নিরীক্ষার পর গৃহবধু মিনা কে মৃত ঘোষণা করেন।
মৃত মিনা খাতুন ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কীর্তি নগর গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান বলেন, কিভাবে মৃত্যু হয়েছে গৃহবধূ মিনার, বিষয়টি সঠিকভাবে নিরূপণের জন্য লাশ সুরতহালেরপর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন