রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড় দুদুখান পাড়ার আসলাম শেখের ৪ টি গরুসহ একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্লবার ০৩ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে উজানচর ইউনিয়ন দুদুখান পাড়ায় এই ঘটনা টি ঘটে।
স্থানীয়রা জানান, ভোর রাতে গরুর ঘরে থাকা বিদ্যুতের বাল্ব বার্স্ট হয়ে আগুনেসুত্রপাত ঘটে। গরুর ঘরটিতে কাঠ খড়ি থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ঘরে থাকা গরু চারটি হামলাতে থাকে। গরুর হামলানো শব্দের শুনে আশে পাশে লোকজন দৌড়িয়ে এসে দেখে আগুনে পুড়ছে গরুর থাকার ঘরটি। ঘর থেকে গরু বেড় করতে গিয়ে দেখে ঘরের দরজায় তালা লাগনো তখন গরুগুলো ঘর থেকে বেড় করতে না পারায় গরু চারটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ঘন্টা দেড়েক চেষ্টা করে পানি দিয়ে আগুন নিবাতে সক্ষম হয়।
উজানচর ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. চুন্নু মীর মালত বলেন, গরু ঘরটি তে তালা লাগানো থাকায় গরু চারটি ঘর থেকে বেড় করা সম্ভব হয়নি। তালা ভাঙতে গেলে আগুন মুহূর্তের মধ্যে সারা ঘরে ছড়িয়ে পড়লে আগুনের তাপে ঘরে কাছে চাপা সম্ভব হয়নি। ততক্ষণে গরুসহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে তার বড় ক্ষতি হয়ে গেলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন