শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলেজ কর্তৃপক্ষের অসদ আচরনের বিরুদ্ধে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ৩:৫৫ পিএম

সিলেটে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অসদ আচরণের অভিযোগে সড়ক অবরোধ করে একদল শিক্ষার্থীরা। সিলেট- সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে প্রায় ৪ ঘন্টাব্যাপী।

আজ বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে গোবিন্দগঞ্জ আব্দুর রহমান কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় গোবিন্দগঞ্জে বাজার এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারন। ছাতক থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন