শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দয়া নয়, কর্ম চাই; বাঁচার মতো বাঁচতে চাই দাবিতে যুব অধিকার পরিষদের সমাবেশ শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৪:২২ পিএম

চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নসহ ৭ দফা দাবিতে যুব সমাবেশ শুরু করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‌‘দয়া নয়, কর্ম চাই; বাঁচার মতো বাঁচতে চাই' শীর্ষক যুব সমাবেশ থেকে এসব দাবি জানায় সংগঠনটি।

যুব অধিকার পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে, কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে ও প্রতি বছর অন্তত ২৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে; আবেদন ফি, ঘুষ, প্রভাবশালীর সুপারিশ, জামানত, বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করা; ইউনিয়নভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করা; শিক্ষা বা প্রশিক্ষণ সার্টিফিকেট জামানতে সুদবিহীন ঋণ প্রদান করতে হবে; শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে শতভাগ চাকরির ব্যবস্থা করতে হবে এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারিভাবে প্রশিক্ষণ, প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বিদেশে প্রেরণ ও বিদেশ প্রেরণে সকল স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মন্জুর মোরশেদের সভাপতিত্বে যুব সমাবেশ উপস্থিত আছেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন