শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

শিক্ষা উপকরণে ভর্তুকি চাই

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়েই চলছে। বই, খাতা, কলম, স্কেলসহ কোনো শিক্ষা উপকরণও এই মূল্যবৃদ্ধি থেকে বাদ যায়নি। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ নাম হলেও, আমরা সনাতন পদ্ধতিতেই যেনো ফিরে যাচ্ছি। এক সময় মানুষ অর্থের অভাবে খেতে পারত না। তাই বই, খাতা আর কলমের অভাবে কলাপাতা ও শলা দিয়ে লিখত। একটি গাইড বই দিয়ে পুরো বাড়ি কিংবা এক গ্রামের শিক্ষার্থীরা ভাগাভাগি করে পড়াশোনা চালিয়ে যেত। বর্তমান সরকার বিনামূল্যে বই বিতরণ করলেও হঠাৎ কাগজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে শিক্ষা উপকরণের দাম লাগামহীন। এতে বিপাকে পড়েছে গরিব পরিবারের শিক্ষার্থীরা। এমনভাবে চলতে থাকলে অনেকেই পড়াশোনা ছেড়ে কাজে যোগদান করবে। ফলে দেশের শিক্ষাব্যবস্থা ঝুঁকিতে পড়বে। তাই শিক্ষা উপকরণে সরকারকে ভুর্তকি দিতে হবে এবং এসব পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে হবে।

মোহাম্মদ আল-আমিন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন