শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চিলমারীতে সব প্রাথমিক বিদ্যালয় তালাবন্ধ তালবাহানা শিক্ষকদের

চিলমারী(কুড়িগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ৪:১৩ পিএম

নামমাত্র কারন দেখিয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঝুলছে তালা। শিক্ষক বলছে ভিন্ন কথা আর শিক্ষার্থীরা বলছে প্রতিমন্ত্রীর ছেলের বিয়ের জন্য দেয়া হয়েছে বন্ধ। অভিভাবদের মাঝে ক্ষোভ। জানা গেছে, ৮ জানুয়ারী রবিবার সরকারী ছুটির দিন না থাকলেও অজ্ঞাত কারনে চিলমারী উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঝুলছে তালা। অভিযোগ উঠছে কোন দিবস বা জরুরী কারন ছাড়াই বিদ্যালয় বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা কেউ বলছেন অতিরিক্ত শৈতপ্রবাহের কারণে আবার কেউ বলছেন প্রতিমন্ত্রীর ছেলের বিয়ের দাওয়াতের কথা ভিন্ন ভিন্ন কারন দেখালেও এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলছে প্রতিমন্ত্রী জাকির হোসেন ছেলের বিয়ে উপলক্ষে বন্ধ দেয়া হয়েছে। সরেজমিন রবিবার মজাইডাঙ্গা সরকারী প্রাঃ বিদ্যাঃ, দক্ষিণ রাধাবল্লভ, রাণীগঞ্জ বাজার, ফকিরেরহাট, খালেদা শওকত পাটওয়ারী, চর খরখরিয়া, নিরিশিং ভাজ, রানীগঞ্জ মদন মোহন, খরখরিয়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে একই চিত্র পাওয়া গেছে। সকল প্রতিষ্ঠানে ঝুলছে তালা। বিদ্যালয়ের প্রধান শিক্ষদের সাথে কথা হলে অনেকে বলেন, শৈত্য প্রবাহের কারনে আবার অনেকে বলেন সংরক্ষিত ছুটি আবার অনেক প্রতিমন্ত্রী ছেলের বিয়ের দাওয়াতের জন্য বন্ধ রাখা হয়েছে জানান। ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী বিপুল, আমির হোসেনসহ বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা বলেন, প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বিয়ে এই জন্য বন্ধ দেয়া হয়েছে। মদন মোহন এলাকার দিলিপ কুমার ক্ষোভের সাথে বলেন, শিক্ষক খুঁজতে আইছেন তাহলে রৌমারী যান। শুধু দিলিপ কুমার নয় এলাকবাসী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা কেমন কথা প্রতিমন্ত্রীর ছেলে বিয়ে জন্য কি সকল স্কুল বন্ধ রাখতে হবে। কথা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সালেহ্ সরকার বলেন, আমি রৌমারীতে আছি ব্যস্ত আছি পরে কথা বলবো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন