শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ার দুটি আসনের উপ নির্বাচনে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার ঘোষণা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ৫:০০ পিএম

বগুড়ার দুটি সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইকালে মোট ২২ প্রার্থীর মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে ১১ প্রার্থীর। এর মধ্যে বগুড়া ৪ আসনের ৫ এবং ৬ আসনের ৬ জন প্রার্থী রয়েছেন। দুই আসনেই বাদ পড়েছেন বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

রোববার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে এই বাতিলাদেশ দেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্র বলছে, হলফনামায় দেয়া তথ্যে নানা রকম গড়মিল থাকায় প্রার্থীদের ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে প্রার্থীদের দেয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই করে একাধিক ব্যক্তির সমর্থন পাওয়া যায়নি।

বগুড়া -৪ সংসদীয় আসনের বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা, ইলিয়াস আলী, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আব্দুর রশিদ ও আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বগুড়া-৬ সংসদীয় আসনে বাতিলের তালিকায় রয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল, আব্দুল মান্নান আকন্দ, সৈয়দ কবির আহম্মেদ মিঠু, হিরো আলম ও রাকিব হাসান।

জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের দুই আসনেই ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।
ঠিক একই রকম গড়মিল বাতিল হওয়া অন্য প্রার্থীদের তথ্যেও পাওয়া গেছে।

সাইফুল ইসলাম জানান, প্রত্যেকের দাখিলকৃত তথ্যে গড়মিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে কারও এই আপত্তি সম্পর্কে আপত্তি থাকলে তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন ।
এদিকে এই বাতিলাদেশের বিরুদ্ধে হিরো আলম,সরকার বাদল,আব্দুল মান্নান আকন্দ
প্রয়োজনে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন