শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইবিতে আসন ফাঁকা ৩৫ শতাংশ

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ৫:১৫ পিএম

সপ্তম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৫২৯ আসন ফাঁকা রয়েছে। মোট ১৯৯০টি আসনের মধ্যে ১৪৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন। যা মোট আসনের ৩৫ শতাংশ আসন ফাঁকা রয়েছে। রোববার (০৮ জানুয়ারি) বিশ^বিদ্যালয় আইসিটির পরিচালক আহসান-উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ’ ইউনিটে ৫৫০ টি আসনের মধ্যে ৩৬১টি আসন, ‘বি’ ইউনিটে ৯৯০ আসনের মধ্যে ১১৪টি, ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ৫৪ আসন ফাঁকা রয়েছে। এর আগে গত ২৫ ডিসেম্বর ভর্তির সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হয়। এ মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৯ জন, ‘বি’ ইউনিটে ৬০৮ এবং ‘সি’ ইউনিটে ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী পায়। তিনি আরো বলেন, বিশ^বিদ্যালয়ে ‘এ’ এবং ‘বি’ ইউনিটে ভর্তি প্রায় শেষের দিকে। ক্লাস শুরুর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন