শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ৫:৫৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত ও মালামাল ক্রোকের আদেশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। রোববার (০৮ জানুয়ারি) বিকেলে সংগঠনটির উদ্যোগে বিকেল ৪টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞার সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমদ আজম খান।
মিছিলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগরীর আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, শাহআলম, লোকমান হোসেন হাওলাদার, কবির উদ্দিন মাষ্টার, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া, এম এ হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাশার, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহবায় আমির হোসেন আমির, কেন্দ্রীয় সদস্য ফজলে কাদের সোহেল, রনি আক্তার, জাহিদুল আলম মিলন, গাজী মোশাররফ হোসেন, শরিফুর রহমান রিপন, শহিদ উল্লাহ, আল ইমরান, মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, মহানগর উত্তরের সদস্য সচিব মোঃ বাকিবিল্লাহ, যুগ্ম আহবায়ক আবুল হাসনাত শওকত, আওলাদ হোসেন তুহিন, তৌহিদুল ইসলাম মজুমদার শামীম, এম সায়েম উদ্দিন সিয়াম, গাজীপুর মহানগরের আহবায়ক হাসান সরোয়ার রাব্বি ও সদস্য সচিব আবুল কাশেম খান, গাজীপুর জেলার আহবায়ক সিদ্দিক হোসাইন ও সদস্য সচিব ফারুক ভূঁইয়া, নরসিংদী জেলার আহ্বায়ক হাবিবুর রহমান মিলন ও সদস্য সচিব মোশাররফ হোসেন সজল, নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর, কুমিল্লা জেলার সিঃ যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম জনি, ঢাকা জেলার যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইয়াসিন মোল্লা, নাছির উদ্দীন ও ফারুক সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন