শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জুনে সিলেটবাসীর জন্য ননস্টপ ট্রেন আসবে- যাত্রীে বেশে সিলেট রেল স্টেশন পরিদর্শনকালে এমপি মিলাদ গাজী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ৫:৫৯ পিএম

সিলেটে সাধারণ যাত্রী সেজে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী)। আজ শনিবার (৮ জানুয়ারী) রাত ১টায় হঠাৎ সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে যাত্রীসাধারনের কাছ থেকে টিকেটের ভোগান্তি ও বিভিন্ন সমস্যার কথা শুনেন এমপি। পরবর্তীতে স্টেশনের কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দের এসব বিষয় খোঁজ খবর রাখার আহবান জানান। এসময় তিনি, স্টেশনটি ঘুরে দেখেন ও সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। এসময় মিলাদ গাজী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সাধারণ জনগনের জন্য সব সময় কাজ করে যাচ্ছে। উন্নয়নের রোল মডেলে আজ বাংলাদেশ। যাত্রী সাধারণের দূর্ভোগ কমাতে আগামী জুনে সিলেটবাসীর জন্য ননস্টপ ট্রেন আসবে। এসময় উপস্থিত ছিলেন- সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম, আরএনবি পরিদর্শক মো. রুবেল মিয়া প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন