শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নওগাঁয় ইকরকুরি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত : ল্যাপটপ ও সাউন্ড সিষ্টেম চুরি

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ৬:২১ পিএম

নওগাঁ শহরের ইকরকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতের যে কোন সময় এই চুরি হয়েছ। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারন ডাইরী লিপিবদ্ধ হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী প্রামানিক জানিয়েছেন রবিবার স্কুলে এসে শিক্ষকরা বিষয়টি লক্ষ্য করেছেন। তিনি জানান প্রথমে বারান্দার গ্রীল কেটে এবং ঘরের তালা দেয়ার বালা কেটে ভিতরে প্রবেশ করে। তারা দু'টি আলমারী এবং একটি ফাইল ক্যাবিনেট ভেঙ্গে ফেলে। এসবের যাবতীয় কাগজপত্র তছনছ করে ফেলে। চোরেরা সেখান থেকে কেবলমাত্র একটি ল্যাপটপ এবং সাউন্ড সিষ্টেম চুরি করে নিয়ে গেছে। বাঁকী জিনিষপত্র ভাঙচুর এবং তছনছ করেছ। এ ব্যাপারে প্রধান শিক্ষক অঞ্জনা রানী প্রামানিক বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারন ডাইরী লিপিবদ্ধ করেছেন। নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ জানিয়েছেন এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন