সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ফার্মেসিগুলোর অনৈতিকতা বন্ধ করা হোক

চিকিৎসা সেবায় নিয়োজিত ফার্মেসিগুলোর কোনো কোনো ক্ষেত্রে মানুষের প্রতি জুলুম করে যাচ্ছে। ব্যবসার নামে তারা অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো পরিহার করা প্রতিটি ফার্মেসি মালিকদের একান্ত কর্তব্য। পূর্বের কমরেটে ক্রয়কৃত পণ্য বর্তমান পণ্যের দরে বিক্রি করা সম্পূর্ণ অনৈতিক। কিন্তু তারা সেটাই করছে। পূর্বের কম মূল্যে ক্রয়কৃত পণ্য কেন বর্তমান মূল্যে বিক্রি করা হবে? এটা অপরাধ। কোনো ব্যক্তি কোনো আইন বা বিধির অধীন নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় কিংবা বিক্রয়ের প্রস্তাব করলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। (ভোক্তার অধিকার সংরক্ষণ আইন, ২০০৯)। তাছাড়া মেয়াদ উত্তীর্ণ কিংবা শর্ট ডেইটের প্রোডাক্টগুলো ক্রেতাদের অজ্ঞাতে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত নয় এমন প্রোডাক্টও বিক্রি করা হচ্ছে কোনো কোনো ফার্মেসিতে। অতএব, ঔষধ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সারাদেশে কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

আবদুর রশীদ
ফার্মাসিস্ট, সাতকানিয়া, চট্টগ্রাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন