শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিল রাজধানীতে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ৯:৪০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে থেকে মিছিল শুরু করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা সবাই হাতে মশাল বহন করেন। অল্প একটু পথ ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

অনেকটা ‘ঝটিকা’ এ মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এতে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন