ওশেনিয়া মহাদেশের সার্বভৌম দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টা নাগাদ আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৭ কিলোমিটার। -এনডিটিভি
হাওয়াই এনডব্লিউএস প্যাসিফিক ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পের ফলে উপকূলে ০.৩ মিটার উচ্চতার সুনামি হতে পারে। এই মাত্রার পানির স্রোত নিউ ক্যালিফোর্নিয়া এবং সলোমন আইল্যান্ড উপকূলেও পৌঁছাতে পারে। ভানুয়াতুর উত্তরে অবস্থিত সলোমন আইল্যান্ডে গত নভেম্বরে ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে সে সময় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন