শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দেশের মানুষের মঙ্গলে ১০ দফা ও ২৭ রূপরেখা বাস্তবায়ন করতে হবে - বরকতউল্লাহ বুলু

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ৪:২৯ পিএম

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন মানুষের মঙ্গলে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফা মেনে নিতে হবে। মাগুরা জেলা বিএনপির ইসলামপুর পাড়া জেলা কার্যালয়ে মাগুরা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আহসান হাবীব কিশোরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথার বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিনুর রহমান

বিএনপি ঘোষিত ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লষনধর্মী এ আলোচনা সভায় মাগুরা জেলা ও মাগুরা সদর শ্রীপুর, মহম্মদপুর, শালিখা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।। সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, এড, রোকনুজ্জামান খান, ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন, মিঠুন রায় চৌধুরী,, এড, শাহেদ হাসান টগর,মাগুরা সদর উপজেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ খান কিজিল, জেলা যুবদলের সভাপতি এড, ওয়াসিকুর রহমান , সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রশীদসহ নেতা কৃমীরা উপস্থিত ছিলেন। বরকত উল্লাহ বুলু ১০ দফা ও ২৭ দফা রূপরেখা ব্যাখ্যা করে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট সৈরাচার শেখ হাসিনা দেশের মানুষের ভোট সহ সকল অধিকার ক্ষুন্ন করে এক দলীয় শাসন চালিয়ে যাচ্ছে। দেশেন মানুষ আজ তাদের হরণকৃত অধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়ছে। সরকার জনগনের আন্দোলনে এবং বিএনপির ১০ দফ ও ২৭ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দেখে ক্ষমতা হারানোর ভয়ে খুন গুমসহ সকল নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, তারা দিশেহারা হয়ে পালানোর পথ খুজছে। এখন সংঘবদ্ধ আন্দোলন জোরদার করলে এ সরকারের পতন নিশ্চিত। তিনি নেতা কর্মীদের ৈঐক্যবদ্ধ হয়ে জনগনকে সাথে নিয়ে আন্দোলন বেগবান করার আহবান জানান। মিথ্যা ও গায়েবী মামলায় বিএনপির হাজার হাজার বন্ধী নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্থান্তর করার জন্য আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন