রাজশাহী ব্যুরো : রাজশাহী কলেজের মহিলা হোস্টেলে নাজমা খাতুন নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। সে রাজশাহীর দূর্গাপুরের কালিবাজার এলাকার আবু তাহের এর মেয়ে। রাজশাহী কলেজ থেকে ভূগোল বিষয়ে সম্মান পাশ করেছেন। বর্তমানে তিনি ভূগোলে বিষয়ে মাস্টার্সে ভর্তিচ্ছু ছিলেন। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের সময় তার কাছ থেকে সুইসাইড নোট পাওয়া যায়।
জানা যায়, নাজমা খাতুন থাকতেন রাজশাহী কলেজ মুসলিম হোস্টলের মেইন ব্লকের ১১৫ নং রুমে। তার রুমমেট শীতের ছুটিতে বাসায় চলে যাওয়ায় ওই রুমে তিনি একাই থাকতেন। গতকাল শুক্রবার সকাল থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পাশের রুমের ছাত্রীরা এসে তাকে ডাকাডাকি করে। দরজা ভেতর থেকে লাগানো দেখে হোস্টেলের দায়িত্বরত শিক্ষক জান্নাতকে খবর দেন। পরে দরজা ধাক্কিয়ে খুলে জানালার সাথে ওড়না পেচিয়ে তার লাশ ঝুলতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন