সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে আইএমসিএইচ ও অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের ফ্রি স্বাস্থ্যক্যাম্প

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ৭:৩৭ পিএম | আপডেট : ৭:৪৬ পিএম, ৯ জানুয়ারি, ২০২৩

চুক্তি স্বাক্ষর অুনষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল জামাল হোসেন, অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের এগজিকিউটিভ ডিরেক্টর এবং হেড অব গভর্ন্যান্স টি জে উইলয়ামসন এবং হেড অব কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) জলিল পিএ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালকে (আইএমসিএইচ) নিজেদের সিএসআর ফান্ড থেকে একটি অত্যাধুনিক মোবাইল ক্লিনিক প্রদান করছে দুবাইয়ের শীর্ষ স্বাস্থ্যসেবাদাতা অ্যাস্টার ডিএম হেলথকেয়ার। এ লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইএমসিএইচ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এম এ মুবিন খান এবং অ্যাস্টার ডিএম হেলথকেয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আজাদ মুবেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন