সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নিঝুমদ্বীপে কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা

প্রান্তিক পর্যায়ে জনগণের স্বাস্থ্যসেবার প্রথম ও প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে কমিউনিটি ক্লিনিকগুলো অন্যতম। যেখানে দরিদ্র থেকে অতি দরিদ্র মানুষরা স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন। সরকারি নিয়ম অনুযায়ী এই কমিউনিটি ক্লিনিকগুলো শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকার কথা। অথচ, সরে জমিনে গিয়ে দেখা যায়, সপ্তাহের বেশির ভাগ দিনই বন্ধ থাকে এই ক্লিনিকগুলো। ক্লিনিকগুলোতে স্থানীয় জনবলের নিয়োগ দেয়ার কথা থাকলেও বেশির ভাগ ক্লিনিকেই নিয়োগ দেয়া হয়েছে নিঝুমদ্বীপের বাইরের জনবল। ফলে সেখান থেকে এসে প্রতিদিন ক্লিনিকগুলো খুলতে পারেন না দায়িত্বরত সেসব সিএইচসিপিরা। অথচ, প্রতিদিন শত শত সেবা প্রত্যাশী এই ক্লিনিকগুলো এসে বন্ধ পান। এমতাবস্থায়, নিঝুমদ্বীপের স্থানীয় স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের দাবি, নিঝুমদ্বীপের এই কমিউনিটি ক্লিনিকগুলো থেকে তারা যেন সঠিকভাবে স্বাস্থ্যসেবা পেতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

তরিকুল ইসলাম শান্ত
নিঝুমদ্বীপ, হাতিয়া, নোয়াখালী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন