শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা ও চক্রের মূল উদঘাটন করতে প্রেসিডেন্ট বরাবর চিঠি দিবে শিক্ষক সমিতি। গত বৃহস্পতিবার ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে শিক্ষক সমিতির সভায় এ সিদ্ধান্তে নেওয়া হয় বলে জানান সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক আল-আমিন রাব্বি। এসময় সভায় আরো তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তগুলো হলো- সহকারী অধ্যাপক রামকৃষ্ণ সাহার সাথে ভিসির আচরণে শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, ভর্তি পরিক্ষায় জালিয়াত চক্রের মূল উদঘাটন করতে প্রশাসনকে আইসিটি আইনে মামলার অনুরোধ এবং জালিয়াত চক্রের মূল উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে প্রেসিডেন্ট আবদুল হামিদকে চিঠির মাধ্যমে অনুরোধ করা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন