শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সকল যুগের জন্য অনুকরণীয় আদর্শ খলিফায়ে রাসূলের কালজয়ী দর্শন

চট্টগ্রামে মুনিরীয়া যুব তাবলীগের সম্মেলনে পীর সাহেব কাগতিয়া

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

পৃথিবীর সবচেয়ে বর্বরতম সময়ে মহান আল্লাহর প্রিয়তম রাসূল (দ.) ধরার বুকে এসেছেন। পৃথিবীকে বদলে দিয়েছেন মানবিকতায়, সহমর্মিতায় ও ভালোবাসায়। কুফরে লিপ্ত মানুষকে শিখিয়েছেন তৌহিদী বাণী। নব্য জাহেলিয়ত যুগে এসে খলিফায়ে রাসূল (দ.) ছৈয়্যদ মুনিরউল্লাহ্ আহমাদি (রা.) অনাচারে ছেয়ে যাওয়া পৃথিবীর বুকে ছড়িয়েছেন এমন এক বৈপ্লবিক দর্শন যা সকল সময়ের মানুেষর জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়।
গতকাল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক কনফারেন্সে উপস্থিত লাখো মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়ার পীর সাহেব আল্লামা ছৈয়্যদ মুনিরউল্লাহ্ আহমাদি এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুর খান, ফটিকছড়ি নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী প্রমুখ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া।
কনফারেন্সে বক্তব্য রাখেন মোহাম্মদ রকিব উদ্দীন, মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরি, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন