শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

তানভীর হাসান জুয়েলকে বহিষ্কার করল যুবলীগ

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রমনা থানার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ড (সাবেক-৫৪) যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: তানভীর হাসান জুয়েলকে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিস্কার করেছে ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ দক্ষিণ।
গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এক জরুরি বৈঠকে রমনা থানা অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: তানভীর হাসান জুয়েল সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গঠণতন্ত্রের ২৭(ক) ধারা মোতাবেক স্থায়ীভাবে বহিস্কার করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন