শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মধ্য ইরানে নতুন লোহার আকরিক মজুদ আবিষ্কার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ৬:৪৯ পিএম

মধ্য ইরানে নতুন লৌহ আকরিক মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন ইরানের ভূতাত্ত্বিক জরিপ ও খনিজ অনুসন্ধানের মহাপরিচালক (জিএসআই)। এই খবর দিয়েছে আইআরআইবি।

রেজা জাদিদি বলেন, ‘সম্প্রতি ইসফাহান, ইয়াজদ, কেরমান এবং সেমনান প্রদেশসহ মধ্য ইরানের কিছু অংশে প্রাথমিক অনুসন্ধান অভিযান চালানো হয় এবং এই অভিযানে ভাল লোহা আকরিক মজুদ আবিষ্কৃত হয়েছে।’

দেশের বর্তমান আবিষ্কৃত লৌহ আকরিক মজুদের পরিমাণ আনুমানিক ৩ দশমিক ৩ বিলিয়ন টন উল্লেখ করে জাদিদি বলেন, ইরানের ইস্পাত শিল্পগুলি বছরে প্রায় ১০০ মিলিয়ন টন অপরিশোধিত লোহা আকরিক ব্যবহার করে। এতে বোঝা যায় আমাদের দেশে লৌহ আকরিক মজুদের পরিমাণের উপর গুরুতর সীমাবদ্ধতা রয়েছে।

এই কর্মকর্তার মতে, দেশের বর্তমান লৌহ আকরিক মজুদ কেবল ১৫ বছরের জন্য অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারে, যা মূলত ভাল অবস্থাতে নয়।

সূত্র: তেহরান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন