রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

তানিলের স্বপ্ন অধরায় রয়ে যায়, হিম ঠান্ডায় জমে গেলো প্রাণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১০:৪৯ এএম

পরিবারের স্বপ্ন পূরণ করা হলো না তানিল আহমদের (২২)। অবৈধপথে গ্রিসে পাড়ি দেওয়ার সময় তুরষ্কে হিম ঠান্ডায় তার মৃত্যু হয়েছে।সোমবার (৯ জানুয়ারি) তুরষ্কে মৃত্যুবরণ করেন তিনি। তানিল আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

বুধবার (১১ জানুয়ারি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ ভাইয়ের মধ্যে তানিল আহমদ সবার বড়। কয়েক মাস আগে ইরানে যান তিনি। তার স্বপ্ন ছিল সেখানে থেকে ইউরোপে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়বেন। সেই সঙ্গে পরিবারের স্বপ্ন পূরণ করবেন। সবাইকে নিয়ে সুখে-শান্তিতে দিন যাপন করবের। সেই স্বপ্নচূড়ায় আরোহণের আশায় তানিল আহমদ অবৈধপথে গ্রিসে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন। তবে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে বরফের মধ্যে তীব্র শীতে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। অধরায় রয়ে যায় তানিলের সেই স্বপ্ন।

এদিকে, তানিলের মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। কেঁদে কেঁদে বার বার মূর্ছা যাচ্ছেন তানিলের মা। পরিবারের দাবি দ্রুত যেন তানিলের মরদেহ দেশের আনার ব্যবস্থা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন