ফরিদপুরে বিএনপির গন অবস্থানকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা ও পুলিশের গায়ে আঘাত করায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বিত্রনপির ২৩ জন নেতাকর্মী সহ আরো অজ্ঞাত ৮০ জনের নামে মামলা হয়েছে বলে জানাগেছে।
ফরিদপুর বিএনপির গন অবস্থান কর্মসূচি চলাকালীন গত বুধবার পুলিশের সরকারী কাজে বাধা দেওয়ায় এবং পুলিশের গায়ে আঘাত করায়, ফরিদপুর কোতয়ালী থানার এস আই রায়হান কবির নাঈম, বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন৷ কোতোয়ালী থানার মামলা নং- ২৩ (জি আর নং- ২৩/২০২৩)৷
উক্ত মামলায় ফরিদপুরে বিএনপি নেতাদের মধ্যে এফ এম কাইয়ুম জঙ্গি ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক, একে কিবরিয়া স্বপন জেলা বিএনপির সদস্য সচিব, জুলফিকার হোসেন জুয়েল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ ২৩ জন আরো ও ৭০-৮০ জন অজ্ঞাতনামা ব্যাক্তির নামে মামলা দায়ের করা হয়েছে বলে জানাযায়। ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ পেনাল কোড, বে-আইনী জনতাবদ্ধে পরশ্পর যোগসাজশে পুলিশের সরকারি কাজে বাধা দান করতঃ স্বেচ্ছকৃতভাবে পুলিশ সদস্যদের শরীরে আঘাত করিয়া গুরুতর ও সাধারন জখম করার অপরাধে উক্ত মামলাটি দায়ের করা হয়৷ উল্লেখ্য, গত বুধবার (১২ জানুয়ারি) বিএনপির গন অবস্থান কর্মসূচি হতে ৮-১০ জন গ্রেফতার হয়েছেন। তাদের সকলকে উক্ত মামলার আসামী করা হয়েছে বলে জানা যায় ৷ প্রকাশ থাকে যে,
আটকৃত সকল নেতাকর্মী কে গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিজ্ঞ আদালতে হাজির করা হলে, তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাযতে প্রেরন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন