বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, একজন প্রকৃত মানুষের ভেতর আদব, বুদ্ধি, মহব্বত ও সাহস এই তিন গুণ থাকতে হবে। কিন্তু দিন দিন আমাদের ভেতর থেকে সকল মানবিক গুণাবলী উঠে যাচ্ছে। ব্যক্তি স্বার্থ ও ক্ষমতার লোভে মানুষ তার সৃষ্টিকর্তাকেও ভুলে যাচ্ছে। ফলে চার দিক থেকে আজাব-গজব ধেয়ে আসছে। এই আজাব-গজব থেকে রক্ষা পেতে হলে হিংসা-বিদ্বেষ পরিহার করে মানবকল্যাণে সকলকে আত্মনিয়োগ করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার টঙ্গী থানা বিএনপি নেতা নবীন হোসেনের মা লেহাজ বিবির রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তৃতাকালে এসব কথা বলেন। টঙ্গী মরকুন পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে এলাকার দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শরিক হন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মো. মুখতার হোসাইন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন