বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গৃহহীন মানুষেরা সমাজের বোঝা হয়েছিল, এখন তারা দেশের সম্পদ হয়েছে : দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক

বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্পের সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ৩:৫১ পিএম

দেশের গৃহহীন মানুষেরা সমাজের বোঝা হয়েছিল, এখন তারা দেশের সম্পদ ও কর্মী হয়েছে। আগামীতে এসব আশ্রয়ণ পল্লীর মানুষেরা স্মার্ট বাংলাদেশে তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান।

শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া বঙ্গবন্ধু পল্লী প্রকল্পের রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণের প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি এসময় বলেন, দেশের নদী ভাঙন সহ বিভিন্ন ভাবে গৃহহীন মানুষকে আশ্রয় দেওয়ার যে কাজ বঙ্গবন্ধু ‘মুজিব কেল্লা’ নামে শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের নিজ¯^ ঠিকানা তৈরী করে দিয়েছেন। এখন আর তারা সমাজের বোঝ নয়, সম্পদ। এসব পরিবারগুলো এখন স্বাচ্ছন্দে জীবন যাপন করছে।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাঈনুদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মহাপরিচালক মিজানুর রহমান পরে সদর উপজেলারই মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা পাকা রাস্তা হতে অপর আরেকটি বঙ্গবন্ধু পল্লীর রাস্তার উদ্বোধন করে শেষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন