সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সেই তাজুল গ্রেফতার

অন্যের কাগজপত্র নকল করে ২২ বছর কারারক্ষীর চাকরি

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

টানা ২২ বছর কারারক্ষী পদে চাকরি করার পর জানা গেল তিনি ভুয়া। গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের ভুয়া কারারক্ষী তাজুল ইসলামকে স্থানীয় বাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে তিন সেট কারারক্ষী ইউনিফর্ম, জ্যাকেট, রেইনকোট, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথি-পত্রাদি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
র‌্যাবের ওই কর্মকর্তা জানান, হবিগঞ্জের মাধবপুর থানার শাহজাহানপুর গ্রামের মো. মঈন উদ্দিন খান ২০০১ সালে কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হাজির হয়ে শারীরিক ফিটনেস, লিখিত ও মৌখিক পরীক্ষা দেন। পরীক্ষায় উত্তীর্ণও হন। ওই নিয়োগ পরীক্ষায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া তাজুল ইসলাম অংশ নিয়ে অকৃতকার্য হন। পরে কৃতকার্য হবিগঞ্জের মঈনের পরিচয়, নাম, ঠিকানা ও অন্যান্য সব কাগজপত্র নকল করে চাকরি নেন কুমিল্লার তাজুল ইসলাম।
২০২০ সালের শেষ দিকে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সিলেট বিভাগে প্রায় ২০০ জন কারারক্ষী সিলেটের স্থায়ী বাসিন্দা না হয়েও প্রায় ২০-২২ বছর যাবত চাকরি করে আসছে বলে সংবাদে প্রকাশিত হয়। এরপরই মঈনের ঘটনাটি সামনে আসে। পরে মঈন এটি নিয়ে আদালতে মামলা করে। মামলার পর তাজুল ইসলাম তাকে ১০ লাখ টাকা দেয়ার প্রস্তাব দেয়। এতে মঈন রাজি না হলে তাজুল আত্মগোপনে চলে যান।
র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, মামলার তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম নামের ভুয়া মইনকে খুঁজতে থাকে। এরমধ্যেই তাজুল লাপাত্তা হয়ে যাওয়ায় র‌্যাবের সহায়তা চান ওই তদন্ত কর্মকর্তা। দীর্ঘদিন অনুসন্ধান করে তার পরিচয় শনাক্ত করে র‌্যাব। পরে গত বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Dr. Nizam ১৪ জানুয়ারি, ২০২৩, ৮:০৭ এএম says : 0
ব্যাপারটা, খুবই দুঃখজনক ???? দোষীর সর্বোচ্চ শাস্তির দাবী জানাই।
Total Reply(0)
Hajji Abdul Malik ১৪ জানুয়ারি, ২০২৩, ৮:০৭ এএম says : 0
বেতন কেমনে নিলো তার বেতন কারা দিলো?
Total Reply(0)
Hassan Nazmul ১৪ জানুয়ারি, ২০২৩, ৮:০৭ এএম says : 0
এরকম বহু তাজুল চাকরি করতেছে।টাকায়/ক্ষমতায় সব সম্ভব।
Total Reply(0)
Akhtar Hossain ১৪ জানুয়ারি, ২০২৩, ৮:০৮ এএম says : 0
যাক যেখানে চাকরি করতো এখন সেখানেই পার্মানেন্টলি থাকার ব্যবস্থা হয়ে গেল, বাকি জীবন ওখানেই থেকে যাবে
Total Reply(0)
Rony Hassan ১৪ জানুয়ারি, ২০২৩, ৮:০৮ এএম says : 0
পৃথিবীটা রঙ্গমঞ্চ বাংলাদেশ তার সদরদপ্তর
Total Reply(0)
SA Sabuz Ahmed ১৪ জানুয়ারি, ২০২৩, ৮:০৮ এএম says : 0
হাজারো ভারতীয় এদেশে চাকরি করতেছে,, তাদের ব্যাপারে কিছু লেখা যায়না কি?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন