শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অগ্রিম কর লাগবে না অগ্নি-নিরাপত্তা সরঞ্জাম আমদানিতে

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

অগ্নি-নিরাপত্তা সরঞ্জাম আমদানির ক্ষেত্রে অগ্রিম কর বা অ্যাডভান্স ট্যাক্স (এটি) অব্যাহতির সুযোগ বহাল রয়েছে, ফলে আমদানিকারকদের উপর এটি আরোপ হবে না। এ সংক্রান্ত বিধি-বিধান (এসআরও) নিয়ে ফিল্ড অফিসগুলোতে ধোঁয়াশা তৈরি হওয়ার প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বৃহস্পতিবার একটি ‘ক্লারিফিকেশন’ প্রকাশ করেছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছু শর্ত পরিপালন করে এ ধরণের যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে আগেও অগ্রিম কর অব্যাহতি ছিলো। কিন্তু ২০২১ সালের মে মাসে এ সংক্রান্ত কাস্টমসের আদেশ সংশোধনকালে ভ্যাট বিভাগ হতে আলাদাভাবে সংশোধনের বিষয়টি যুক্ত হয়নি। ফলে আমদানি পর্যায়ে এই ভ্যাট কর্তন করা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সূত্র জানায়, একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে এই কর কর্তনও করা হয়। এনবিআরের ভ্যাট বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, সম্প্রতি চট্টগ্রাম কাস্টমস হাউজে একটি আমদানির চালানে এই কর কর্তন করা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পর তারা এনবিআরের কাছে ক্লারিফিকেশন দেয়ার অনুরোধ জানান। এরপর গত বৃহস্পতিবার এনবিআর জানিয়ে দেয় অগ্রিম কর প্রযোজ্য হবে না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন