শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ৮:০৭ পিএম | আপডেট : ৮:৫৬ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৩

দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ শনিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। শুরুতে শিডিউল ছিল ৬.১৫ মিনিটে পৌঁছাবেন তিনি। কিন্তু অবতরণে বিলম্ব হওয়ায় সাড়ে সাতটার দিকে অবতরণ করে ডোনাল্ড লুকে বহনকারী বিমান। ডোনাল্ড লু'র এই সফরে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জিএসপি সুবিধা ফেরত, মানবাধিকার ও গণতন্ত্র আলোচনায় গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। উত্থাপিত বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে নজর দিলে সম্পর্ক ইতিবাচক পথেই এগোবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দুদিনের সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সরকারি- বেসরকারি পর্যায়ে বৈঠক করবেন। কাল রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে র‌্যাব, জঙ্গিবাদ ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হবে। সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একটি বিশেষ জায়গায় আটকে না থেকে দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে বহুমাত্রিক বিষয়গুলোতে অগ্রাধিকার দিতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হুমায়ুন কবিরের। ব্লু ইকনোমিতে মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী হবে বলে মনে করেন এই বিশ্লেষক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন