শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

আমিরাতে প্রবাসী রাঙ্গুনিয়া পরিবারের সংবর্ধনায় ইফতেখার হোসেন বাবুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই সমৃদ্ধশালী হবে বাংলাদেশ

আরব আমিরাত থেকে ছালাহউদ্দিন | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ৫:০৫ পিএম

আমিরাতে আজমান রাঙ্গুনিয়া প্রবাসী পরিবারের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি - ছালাহউদ্দিন


চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি
আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল বলেছেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই সমৃদ্ধশালী দেশে পরিণত হবে বাংলাদেশ। তিনি বলেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ সরকারের আগে অবহেলিত ছিল। উন্নয়নের তেমন ছোঁয়া পাইনি। অথচ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রজেক্টে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা স্মরণীয় হয়ে থাকবে। গত শনিবার আজমান স্পাইসি হাউস রেস্টুরেন্ট হলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাসির উদ্দিন রিয়াজকে আজমান রাঙ্গুনিয়া প্রবাসী পরিবারের পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ'র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আজমানের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, আল ফালাক গ্রুপের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ সেলিম, রাউজান সমিতি আজমানের সভাপতি মোজাহারুল হক, আজমান বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী রাঙ্গুনীয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইমদাদ হোসেন ইমু, সহ-সভাপতি শওকত আকবর, সহ-সভাপতি জামশেদুল ইসলাম,যুগ্ম সম্পাদক মঈনুদ্দিন, গোলাম কাদের ইফতি , শেখ কামরুল হক, আবু তাহের তারেক, সজল চৌধুরী, মাজহারুল ইসলাম, মোরশেদুল আলম, মোহাম্মদ এরশাদ, এমদাদ হোসেন, সাজ্জাদুল ইসলাম রুবেল, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউএই স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হানিফ ভূট্টু, দুবাই আওয়ামীযুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু চৌধুরী, আজমান যুবলীগের সভাপতি মোর্শেদুল কাদের মুন্নাসহ আরো অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন