শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন এখন স্মাট বাংলাদেশ তৈরীর পথে নিয়ে যাচ্ছেন - সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:৩৮ পিএম

মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর মাগুরা পৌর এলাকার বরুনাতৈল সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামের সভাপতিত্বে রবিবার বিকেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, পৌর কাউন্সিলর মকুল হোসেন মাকুল, আব্দুল কাদের গনি, জাহিদুল ইসলাম, সুরাইয়া বাবু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার শেখ রেজাউল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি রক্ষা করে দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে অন্ন, বস্ত্র, চিকিৎসা শিক্ষা, বাসস্থানের ব্যবস্থা করেছেন। এখন মানুষের মুখে হাসি। যা দেখে এক শ্রেনীর মানুষ দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্যের পথে হাটছে। হাসী ফোটা মানুষেরা তাদের কোন নৈরাজ্য সৃষ্ঠি করতে দেবেনা। প্রধান অতিথি আরো বলেন, জামাত বিএনপি সরকারে থেকে মানুষের কি কল্যাণকর কাজ করেছে তা খুজে পাওয়া যাবেনা। জনগনের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার আজ সারা দেশে মডেল মসজিদ নির্মান করছেন। অথচ বিএনপি জামাত বলেছে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ইন্ডিয়া হয়ে যাবে, মসজিদে উলুধ্বনী শোনা যাবে, আর দোজকে যেতে হবে। তিনি বলেন, কোন প্রতিকে ভোট দিলে বেহেস্তে বা দোজকে যাওয়া যাবেনা। বেহেস্তে যেতে হলে আমল করতে হবে। সংসদ সদস্য এর আগে মাগুরা সদর উপজেলার কাপাসাটিতে উন্নয়ন সভা, আড়পাড়ায় অপর একটি সেতুর উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন