বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

া    এভারেস্ট এবং সেভেন সামিট জয় করা প্রথম নারী কে?
উ:    জুনকো তাবেই। জাপান।
া    জুতা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উ:    চীন।
া    কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখ-?
উ:    ভারত ও নেপাল।
া    বাংলাদেশ ওয়ানডেতে কোন দেশের বিরুদ্ধে ১০০তম জয় পায়?
উ:    আফগানিস্তান।
া    ঋঅঙ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ: রোম, ইতালি।
১৪। বয়েজ স্কাউটদের সর্ববৃহৎ সম্মেলনকে কি বলা হয়?
উ:    জাম্বুরি।
া    সমুদ্রের বধূ ভৌগোলিক উপনাম যে দেশেরÑ
উ:    গ্রেট ব্রিটেন।
া    বর্তমান বিশ্বের নগর রাষ্ট্র কোনটিকে বলা হয়?
উ:    সিঙ্গাপুর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন